শান্তি রঞ্জন চাকমা, রাঙ্গুনিয়া: রাঙ্গুনিয়া রেঞ্জের উদ্যোগে শুক্রবার বিকালে চিরিঙ্গা ফরেষ্ট বিট কার্যালয়ে ‘‘হাতি মানুষের সংঘাত নিরসন’’ জনসচেতনতা মূলক আলোচনা সভা রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মো. মাসুম কবীর সভাপতিত্বে অনুষ্টিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
বিশেষ অথিতি ছিলেন, সরফভাটা ইউপি চেয়ারম্যান মো. শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, বায়োডাইভারসিটি অফিসার মো. খোরশেদ আলম, শেখ রাসেল এভিয়ারী এন্ড ইকো পার্কের সহকারী পশু চিকিৎসক ডাক্তার আলিমুল রাজী, ওয়াইল্ড লাইফ রেঞ্জ কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, শেখ রাসেল এভিয়ারী এন্ড ইকো পার্কের বন কর্মকর্তা মো. হাসিবুর রহমান প্রমুখ।