অবৈধ সেনা অভিযানে অস্ত্র এবং পোষ্টার উদ্ধার

স্টাফ রিপোর্টার: ২৯জুন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুইমারা রিজিয়ন হতে জি এস ও টু ( ইন্ট) এর নেতৃত্বে একটি টহল দল বাইল্যাছড়ি, গুইমারা, খাগড়াছড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। ঘটনাস্থল হতে ০১টি এলজি, ০১টি এ্যামোঃ, ৩০টি অবৈধ পোষ্টার, ৫টি মোবাইল, ১টি চাঁদা আদায় বই এবং নগদ ৮৯০ টাকাসহ ০৪ জন ইউপিডিএফ (মূল) দলের দুস্কৃতিকারীকে আটক করা হয়।

আটককৃত ইউপিডিএফ (মূল) দলের সন্ত্রাসীদের বিবরন নিম্নরূপঃ বাইল্যাছড়ি এলাকার প্রধান টোল আদায়কারী বনসিং চাকমা (৫০), পিতা-টোক্কা চাকমা, বাইল্যাছড়ি, গুইমারা, খাগড়াছড়ি, সশস্ত্র ক্যাডার জুকের মারমা (১৯), পিতা-রাজু মারমা, কচুখালী, কাউখালী, রাঙ্গামাটি, বাইল্যাছড়ি এলাকার সহকারী টোল আদায়কারী উকাচিং মারমা (২৮), পিতা-সুইপা মারমা, বৌদ্দমন্দিরপাড়া, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি, বাইল্যাছড়ি এলাকার সহকারী টোল আদায়কারী থোইচিং মারমা (২০), মাতাঃ-লাওসিং মারমা, বাইল্যাছড়ি, গুইমারা, খাগড়াছড়ি। দুস্কৃতিকারীদেরকে অস্ত্র,এ্যামোনিশন ও রাষ্ট্র বিরোধী পোষ্টারসহ গুইমারা থানায় হস্তান্তর করা হয়।

Read Previous

পানছড়িতে হত দরিদ্র আব্দুর রশিদকে ঘর দিল সেনাবাহিনী

Read Next

মানিকছড়িতে যায়যায়দিনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন