‘সীমানা পেরিয়ে’ গ্রন্থের পাঠ উম্মোচন বৃহস্পতিবার খাগড়াছড়ি প্রেসক্লাবে

স্টাফ রিপোর্টার: আগামী ১৬ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় খাগড়াছড়ি প্রেস ক্লাব হল রুমে লেখক শোভা ত্রিপুরা’র ‘বৌদ্ধ ধর্মে নারীর অবদান’ এবং ‘সীমানা পেরিয়ে’ গ্রন্থের পাঠ উম্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাহাড়ের বিশিষ্ঠ লেখক শোভা ত্রিপুরা বেগম রোকেয়া পদক এবং তাঁর স্বামী মংছেনচীং মংছিন্ নিজেও একজন ‘একুশে পদক’ জয়ী।

অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ’র চেয়ারম্যান কংজরী চৌধুরী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে দুটি গ্রন্থের পাঠ উম্মোচনের কথা রয়েছে। ‘অক্ষর’ সম্পাদক (পাহাড়ের সাময়িকী) সাংবাদিক প্রদীপ চৌধুরী স্বাক্ষরিত এক প্রেসবার্তায় এ খবর জানানো হয়েছে। অনুষ্ঠানে লেখক, সাংবাদিক, জনপ্রতিনিধি, এবং সাহিত্য ও বই অনুরাগীদের আমন্ত্রণ জানানো হয়েছে।

Read Previous

মাহে রমজানের সওগাত-৯

Read Next

লামায় পানিতে ডুবে যুবতির মৃত্যু