উপজেলা পরিষদকে তৃণমূল জনগনের প্রতিষ্ঠানে পরিনত করতে হবে-সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা

খাগড়াছড়ি প্রতিনিধি: উপজেলা পরিষদ কমপ্লে´কে তৃনমূল জনগনের প্রতিষ্ঠানে পরিনত করার আহবান জানিয়ে ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী প্রত্যাবাসন ও পূনর্বাসন এবং আভ্যন্তরীন উদ্বাস্তু নির্দিষ্টকরণ সম্পর্কিত টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, এখান থেকেই সরকারী সেবাসহ উন্নয়ন তৃনমূল জনগনের দোরগোড়ায় পৌছে দিতে হবে। জনগনকে বাদ দিয়ে সরকারের উন্নয়ন কর্মকান্ড চলতে পারেনা। জনগনই সরকারের মুল শক্তি। জনগনের জন্যই উন্নয়ন। দুপুরে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সম্প্রসারিত কমপে¬ক্স ভবন ও অডিটোরিয়াম উদ্বোধন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশে’র সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামছুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়াও মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী মো. আনোয়ারুল হক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার মো: খোরশেদ আলম ও মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা।

Read Previous

সিএইচটি রিসার্চ ফাউন্ডেশন’র পাহাড়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি রিপোর্ট

Read Next

খাগড়াছড়িতে পাহাড় ধস, সহস্রাধিক পরিবার পানিবন্দি