উপজেলা পরিষদ নির্বাচনে মাটিরাঙ্গায় মনোনয়ন ফরম জমা দিলেন ১৪ জন

অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা: আসন্ন মাটিরাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন পদে নমিনেশন ফরম জমা দিয়েছেন ১৪ জন প্রার্থী। সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে টানা এই নমিনেশন ফরম গ্রহন কার্যক্রম। সহকারী রির্টানিং অফিসার মো: মহিউদ্দিন এর নিকট সকল প্রার্থীরা তাদের পুরণকৃত মনোনয়ন ফরম জমা দেন।

চেয়ারম্যান পদে যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে- ১. বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সভাপতি ও মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি মো: রফিকুল ইসলাম, ২. স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক তাইন্দং ইউপি চেয়ারম্যান ও মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মো: তাজুল ইসলাম,৩. স্বতন্ত্র থেকে মোহাম্মদ আলী ভুঁইয়া, ৪. ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি)‘র মনোনীত প্রার্থী মোঃ ইসমাইল হোসেন।

ভাইস চেয়ারম্যান পুরুষ পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১. সাবেক ছাত্রলীগ নেতা মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া, ২. বেলছড়ি থেকে মোঃ আনিসুজ্জামান, ৩. গোমতি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও বিকে উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো: মনির হোসেন, ৪. মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, ৫.বড়নাল ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউনিয়ন যুবলীগের সভাপতি মো: আবুল বশর।

অন্যদিকে ১, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও মাটিরাঙ্গা উপজেলা মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদিকা হাছিনা বেগম, ২, খাগড়াছড়ি জেলা মহিলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক রোজিনা বেগম,৩. মাটিরাঙ্গা উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি হোসনেয়ারা বেগম, ৪. জাতীয় পার্টির মনোনীত প্রার্থী খাদিজা বেগম, ও ৫. মহিলা আওয়ামীলীগ নেতৃ মরিয়ম বিবি প্রমুখ।

মাটিরাঙ্গা সহকারি রির্টানিং অফিসার কার্যালয়ের সূত্রে জানা গেছে, আগামী ২০ ফেব্রæয়ারি ২০১৯ খ্রি. সকাল ১০ টার সময় জেলা রিটার্রিং অফিসার কার্যালয়ে জমাকৃত প্রার্থীদের পুরণকৃত সকল নমিনেশন ফরম যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য যে, চেয়ারম্যান পদে মো: ইসমাইল হোসেন নমিনেশন ফরম জমা দিয়েছেন খাগড়াছড়ি রিটার্নিং অফিসারের কার্যালয়ে বিকাল সাড়ে ৪ টার সময়।

Read Previous

লামা ও আলীকদম উপজেলা নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র জমা

Read Next

রামগড় উপজেলা নির্বাচনে ১০ প্রার্থীর মনোনয়নপত্র জমা