করোনা প্রতিরোধে ১৪ দিনের জন্য বন্ধ হলো খাগড়াছড়ির সকল বিনোদন কেন্দ্র

ডেস্ক রিপোর্ট: কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে ও সাধারণ মানুষের স্বাস্থ্যবিধি সুরক্ষায় ১৪ দিনের জন্য খাগড়াছড়ি জেলার সকল বিনোদন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে খাগড়াছড়ি জেলা প্রশাসন। ১ এপ্রিল থেকে এ আদেশ কর্যকর হবে। ৩১ মার্চ খাগড়াছড়ি জেলা প্রশাসনের অফিশিয়াল ফেসবুক পেজে এমন ঘোষণা দেন খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

এ ঘোষণার মধ্য দিয়ে খাগড়াছড়ির আলুটিলা সুরঙ্গ গুহা, জেলা পরিষদ পার্ক, দেবতা পুকুর, মায়াবিনি লেক ও হাতির মাথাসহ জেলার সব বিনোদন কেন্দ্র আগামী ১৪ এপ্রিল পর্যন্ত পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ থাকবে।

এর আগে গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হওয়ার পর সংক্রমণ রোধে ১৮ মার্চ থেকে সারাদেশের ন্যায় খাগড়াছড়ির সব পর্যটন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন জেলা প্রশাসন।

Read Previous

ফলোআপ: মাটিরাঙ্গায় মসজিদ পুকুরের প্রকল্প চুরির নেপথ্যে আসলে কারা ?

Read Next

গুইমারা রিজিয়নে করোনা প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত