খাগড়াছড়িতে পার্বত্য শান্তিচুক্তির ২২তম বর্ষপূর্তিতে ৩দিন ব্যাপি শান্তি মেলা উদ্বোধন

স্টাফ রিপোর্টার: পার্বত্য শান্তিচুক্তির বাইশ বছর পূর্তি উপলক্ষে খাগড়াছড়ি সেনা রিজিয়নের ব্যবস্থাপনায় ও খাগড়াছড়ি পৌরসভার উদ্যোগে ৩দিন ব্যাপী প্রথম বারের মত ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি মেলা অনুষ্ঠিত হচ্ছে।

১ ডিসেম্বর রবিবার বিকাল সাড়ে ৪টায় ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্ধাস্ত  নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সর্ম্পকিত টাস্কর্ফোস’র চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি জেলা সদর পৌর টাউন হল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী সভাপতিত্ব করেন। এসময় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক বাস্তবায়ন অগ্রগতি ও সচিত্র উন্নয়ন কার্যক্রম প্রদর্শনী স্টল পরিদর্শন করেন।

আরো উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফয়জুর রহমান, বিজিবি সেক্টর কমান্ডার, পৌর মেয়র মোঃ রফিকুল আলম, পাজেপ সদস্য খগেশ্বর ত্রিপুরা, শতরুপা চাকমা, জুয়েল চাকমা, মোঃ জাহেদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মো: খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, খাগড়াছড়ি সিভিল সার্জন মো: ইদ্রিস মিঞা, অতিরিক্ত পুলিশ সুপার এম.এম সালাহউদ্দীনসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

মেলায় রয়েছে শান্তিচুক্তি পরবর্তী বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক বাস্তবায়ন  অগ্রগতি ও সচিত্র উন্নয়ন কার্যক্রম প্রদর্শন করা হয়েছে। এছাড়াও পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি উপলক্ষ্যে ২ডিসেম্বর সন্ধ্যায় খাগড়াছড়ি ঐতিহাসিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সম্প্রীতি কনসার্ট। মেলাটি ৩ ডিসেম্বর (মঙ্গলবার) পর্যন্ত খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে প্রতিদিন সন্ধ্যা ৬টা হতে রাত ১০টা পর্যন্ত চলবে।

১৯৯৭ সালের ২রা ডিসেম্বর বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্রগ্রাম জনসংহতি সমিতির মধ্যে এই ঐতিহাসিক পার্বত্য চট্রগ্রাম শান্তি চুক্তি সম্পাদন করা হয়। কাল ২ ডিসেম্বর সোমবার এই চুক্তিটির ২২ বছর পূর্ন হতে যাচ্ছে।

Read Previous

মাটিরাঙ্গায় ইসলামী ব্যাংক’র এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন

Read Next

লক্ষ্মীছড়িতে পালিত হচ্ছে পাবর্ত্য শান্তি চুক্তির ২২ বছর পূর্তি