খাগড়াছড়িতে হাম রুবেলা ক্যাম্পেইন শুরু

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে শুরু হয়েছে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন। শনিবার সকালে খাগড়াছড়ি সদরের খবংপুড়িয়া ইয়ংস্টার ক্লাবে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও খাগড়াছড়ি পৌরসভার সহযোগীতায় টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ।

স্বাস্থ্য সহকারীদের ধর্মঘট চললেও খাগড়াছড়ি পৌরসভার স্বাস্থ্যকর্মীদের সহযোগীতায় প্রথম দিনে পৌর এলাকার ৪ টি কেন্দ্রে শুরু হয়েছে এ কার্যক্রম।

খাগড়াছড়ি জেলায় ৯ মাস থেকে ১০ বছরের কমবয়সী ১ লাখ ৪০ হাজার ৩ জন শিশুকে ২ হাজার ৭ শ ৩৬ টি কেন্দ্রে ১ম ডোজের হাম-রুবেলার টিকা দেয়ার লক্ষ্যমাত্রা রয়েছে।

Read Previous

৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে লক্ষ্মীছড়িতে সেমিনার

Read Next

খাগড়াছড়ি জেলা পরিষদে পূর্ণর্গঠিত চেয়ারম্যান ও সদস্যের দায়িত্ব গ্রহণ