খাগড়াছড়ির নবাগত জেলা প্রশাসক মানিকছড়িতে সংবর্ধিত

আবদুল মান্নান: খাগড়াছড়ির নবাগত জেলা প্রশাসক মানিকছড়িতে আগমন উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত হয়েছেন জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতাপ চন্দ্র বিশ্বাস।

১৯ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টায় মানিকছড়ি উপজেলা প্রশাসন উপজেলার জনপ্রতিনিধি, সকল বিভাগীয় কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে আয়োজন করে মতবিনিময় সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ। সভায় প্রধান অতিথি ছিলেন,খাগড়াছড়ি নবাগত জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, সার্কেল মোহাম্মদ সাইফুল ইসলাম(এ.এস.পি),সহকারী কমিশনার(ভূমি) রুবাইয়া আফরোজ,সাবেক উপজেলা চেয়ারম্যান এম.এ. রাজ্জাক, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন, অফিসার ইনচার্জ আমির হোসেন, ভাইস চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বাবুল, কলেজ অধ্যক্ষ মংসাইঞো মারমা, ইউপি চেয়ারম্যান মো.শফিকুর রহমান ফারুক,মো.শহীদুল ইসলাম মোহন, ক্যয়জরী মহাজন,মো. আবুল কালাম আজাদ, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার মো.সফিউল আলম চৌধুরী, প্রধান শিক্ষক মো. আতিউল ইসলাম, দিলীপ কুমার দেব প্রমূখ।

সভার শুরুতে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস’কে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন উপজেলা প্রশাসন, উপজেলা আ.লীগ, তিনটহরী উচ্চ বিদ্যালয়,রাণী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয়, মানিকছড়ি গিরিমৈত্রী সরকারী ডিগ্রি কলেজ, উপজেলা রাজ শ্যামা কালী মন্দির, সকল ইউনিয়ন পরিষদ, অফিসার্স ক্লাব, নেতৃবৃন্দ। পরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলার বিভাগীয় কর্মকর্তাদের পক্ষে যুব উন্নয়ন কর্মকর্তা মো. শহীদুল্লাহ, বিশেষ অতিথি ইউপি চেয়ারম্যান মো.শফিকুর রহমান ফারুক, প্রধান শিক্ষক মো. আতিউল ইসলাম, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার মো.সফিউল আলম চৌধুরী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন,সাবেক উপজেলা চেয়ারম্যান এম.এ. রাজ্জাক, সার্কেল মোহাম্মদ সাইফুল ইসলাম(এ.এস.পি),উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন ও প্রধান অতিথি খাগড়াছড়ি নবাগত জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। প্রধাণ অতিথি তাঁর বক্তব্যে বলেন,সরকারের উন্নয়ন তরান্বিত করতে সকলে আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, তথ্য অধিকার আইনে তথ্য প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। অতএব সরকারের উন্নয়নের কোন তথ্য গোপণীয় রাখা যাবে না। উন্নয়ন সংক্রান্ত সকল তথ্য জানার অধিকার জনগণের রয়েছে।

প্রধান অতিথি’র বক্তব্য শেষে উপজেলা প্রশাসন,ইউনিয়ন পরিষদ মানিকছড়ির পক্ষ থেকে প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করা হয়। এর পর সভাপতির বক্তব্য শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা উপজেলা টাউন হলের সামনে একটি বৈলাম বৃক্ষের চারা রেপন করেন। জেলা প্রশাসক জেলায় ফেরার পথে উপজেলার গচ্ছাবিল এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান কর্মসূচীর আওতায় দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্প উদ্বোধন করেন।

Read Previous

নবাগত খাগড়াছড়ি জেলা প্রশাসকের লক্ষ্মীছড়ি উপজেলা সফর

Read Next

বিধবা জাকিনা বেগম প্রধানমন্ত্রীর দেওয়া ঘর পেয়ে খুশী