খাগড়াছড়ি ও খুলনায় হস্তশিল্প প্রশিক্ষণ শুরু

ডেস্ক রিপোর্ট: খাগড়াছড়ি ও খুলনায় বেকার নারীদের জন্য বিনামূল্যে ৫ দিনব্যাপী দুটি হস্তশিল্প প্রশিক্ষণের আয়োজন করেছে ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প এবং হ্যান্ডিμাফটস্ শ্রমিক কল্যাণ সমিতি। কমিউনিকেশন এক্সপার্ট ইউরোপিয়ান ইউনিয়ন ফান্ডেড প্রিজম প্রজেক্ট প্রজেক্ট বাস্তবায়নে জিএফএ কনসালটিং গ্রুপ, জার্মানী টেকনিক্যাল এসিসটেন্স টু বিসিক এর সেঁজুতি রহমান স্বাক্ষরিত এক প্রেসবার্তায় এ তত্য জানানো হয়েছে।

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ইউনিয়ন পরিষদে পুতুল তৈরীর উপর এক কর্মশালায় ১৫ জন নারীকে বিনামূল্যে কাপড়ের পুতুল তৈরীর উপর প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। অন্যদিকে খুলনার ফুলতলা উপজেলায় ব্লক ডিজাইনের উপর আরেকটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে প্রিজম প্রকল্প এবং হ্যান্ডিক্রাফটস্ শ্রমিক কল্যাণ সমিতি। ৫ দিনব্যাপী এ কর্মশালায় ১৫ জন নারীকে বিনামূল্যে ব্লক প্রিন্ট ও ডিজাইনের উপর প্রশিক্ষণ প্রদান করা হবে।

কর্মশালা দুটি চলবে ৪ই ফেব্রুয়ারী পর্যন্ত। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেয়া হবে।

Read Previous

পাহাড়ে অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ কঠোর হাতে দমন করা হবে- লে. কর্ণেল জাহাংগীর আলম

Read Next

গুইমারায় আগুন দেয়ার নাশকতার ঘটনায় আটক ২