দীঘিনালায় এক বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা

আলমগীর হোসেন: খাগড়াছড়ি জেলাস্থ দীঘিনালায় এক বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্ততারা। তার নাম মধমতি চাকমা (৬৫)|

শুক্রবার রাতে উপজেলার ১নং যৌথ খামার এলাকার সম্ভোধন কার্বারী পাড়ায় এঘটনা ঘটে। নিহতের স্বামীর নাম ললিত চন্দ্র চাকমা। ঘটনার সময় নিহতের স্বামী ললিত চন্দ্র চাকমা বাড়িতে ছিলেন না। ঘটনার পর পুলিশ রাত সাড়ে এগারোটায় নিহতের লাশ উদ্ধার করে।

জানা যায়, শুক্রবার দীঘিনালা উপজেলায় বৈশাখী মেলার উদ্ধোধন উপলক্ষে ললিত চন্দ্র চাকমা বাড়িতে ছিলেন না। মধুমতি চাকমাকে বাড়িতে একা পেয়ে অজ্ঞাত দুর্বৃত্ততরা উপোর্যপুরি কুপিয়ে  চলে যায়। মেলার লটারির ড্র শেষ হলে ললিত চন্দ্র চাকমা বাড়িতে গিয়ে দেখেন, তার স্ত্রী মাটিতে লুটিয়ে পড়ে আছেন পরে খবর পেয়ে দীঘিনালা থানার পুলিশ রাত সাড়ে ১১টায় নিহতের লাশ উদ্ধার করে। নিহত মধুমিতা চাকমার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। তারা সবাই ঢাকায় পড়াশোনা করছেন।

নিহত মধুমতি চাকমার স্বামী ললিত চন্দ্র চাকমা জানান, প্রতিবেশী দুজনের সাথে জায়গাজমি নিয়ে বিরোধ আছে| হয়তো তারা আমাকে হত্যা করতে এসেছিলো। আমাকে না পেয়ে আমার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের মাথা হাত গলায় ধারালো অস্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।  নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Read Previous

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া কৃতি শিক্ষার্থীদের নিয়ে মিলন মেলা লক্ষ্মীছড়িতে

Read Next

বৈসাবি’র বর্ণিল আনন্দ সবুজ পাহাড়ে: বর্ণাঢ্য শোভাযাত্রা সিন্দুকছড়িতে