খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃক প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে অনুদান বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি: শান্তি, সমপ্রীতি ও উন্নয় – এই মন্ত্রকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্থিতি রাখতে সহযোগিতার পাশাপাশি আর্তমানবতার সেবায় নিরলসভাবে কাজ করছে। এরই ধারাবাহিকতা খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃক ৭ অক্টোবর রবিবার রিজিয়ন’র সম্মেলন কক্ষে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান এবং খাগড়াছড়ি অঞ্চলের গরিব ও মেধাবী শিক্ষার্থী মধ্যে আর্থিক অনুদান প্রদান করা হয়।

খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৮টি মন্দির, ১টি মসজিদ এবং ৮জন শিক্ষার্থীকে অনুদানের আর্থ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন জিএসও-২ মেজর রফিকুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মংসুই প্রু চৌধুরী অপু, সামরিক-বেসামরিক কর্মকর্তা ও সাংবাদিকরা।

Read Previous

পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে লক্ষ্মীছড়িতে উন্নয়ন মেলা সম্পন্ন

Read Next

কৃতী ফুটবলার আনুচিং, আনাই এবং মনিকা লাল সবুজ পতাকার প্রতিনিধিত্ব করছে- জুয়েল চাকমা