খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপির কাউন্সিল: মফিজুর সভাপতি, আবুল হাসেম ভূঁইয়া সম্পাদক

Homeস্লাইড নিউজশিরোনাম

খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপির কাউন্সিল: মফিজুর সভাপতি, আবুল হাসেম ভূঁইয়া সম্পাদক

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপির কাউন্সিল-২০২২  বুধবার বিকাল ৪.০০ঘটিকার সময় অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কমিটির কর্মস

মানিকছড়িতে প্রতিমা বিসর্জন, কৃতজ্ঞতা প্রকাশ
খাগড়াছড়িতে ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মানিকছড়িতে বজ্রপাতে ১১ বছরের শিশু নিহত, আহত ২

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপির কাউন্সিল-২০২২  বুধবার বিকাল ৪.০০ঘটিকার সময় অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় ও দলীয় সংগীত পরিবেশন এবং কবুতর, বেলুন ঊড়িয়ে কাউন্সিল উদ্বোধন করেন।

খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমানের সঞ্চালণায় প্রধান বক্তা হিসেবে নব নির্বাচিতদের নাম ঘোষনা করেন ক্ষেত্র মহোন রোয়াজা, সহ-সভাপতি, জেলা বিএনপি ও প্রধান নির্বাচন কমিশনার, খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপির কাউন্সিল-২০২২। কাউন্সিলে সভাপতিত্ব করেন বাবু অশোক মজুমদার সভাপতি, খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপি।

খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট কমিটিতে মোঃ মফিজুর রহমান সভাপতি, মোঃ আবুল হাসেম ভূঁইয়া সাধারণ সম্পাদক ও আবুল কাশেম রাসেল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়।

কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ওয়াদুদ ভূইয়া বলেন বিএনপি দেশের গণতন্ত্রের জন্য, মানুষের ভোটের অধিকারের জন্য আন্দোলন করছে। যতই নিপীড়ন-নির্যাতন চালানো হোক, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশ সর্বকালের নজীরবিহীন সমাবেশ হবে, সব বাধা অতিক্রম করে এই গণসমাবেশে উপস্থিত হতে সংগ্রামী জনগণ প্রস্তুত।

এসময় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিঃ সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, যুগ্ম-সম্পাদক এড. আঃ মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা, সদর উপজেলা বিএনপির সিঃ সহ সভাপতি আক্তার হোসেন, যুব বিষয়ক সম্পাদক মোঃ মাহাবুব আলম সবুজ। জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপির কাউন্সিল-২০২২ এর নির্বাচন কমিশনা মোঃ নজরুল ইসলাম। ২নং কমলছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি সুমন আহাম্মেদ, ৩নং গোলাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সোরহাব, ৪নং পেড়াছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সরনাথ ত্রিপুরা, ৫নং ভাইবোন ছড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক প্রিজুয়েল ত্রিপুরা সহ প্রমুখ। স্বাগত বক্তব্য- মোঃ আবুল কাশেম রাসেল, সাংগঠনিক সম্পাদক, সদর উপজেলা বিএনপি, খাগড়াছড়ি ।

খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপির কাউন্সিল-২০২২ কাউন্সিলরদের ব্যাপক অংশগ্রহন ও গঠনতন্ত্র অনুসারে সম্পন্ন হয়েছে। জেলা বিএনপির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে কাউন্সিলররা বলেন, আগামীদিনের রাজনৈতিক কর্মসূচি এবং আন্দোলন সংগ্রামে নেতাকর্মীরা আরও উজ্জীবিত হবে নতুন কমিটি অনুমোদন দেওয়ায় ।

কাউন্সিলে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি কংচাইরি মাস্টার, মংসুথোয়াই চৌধুরী, মোঃ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ক্ষণি রঞ্জন ত্রিপুরা, মোঃ আবু তালেব, প্রচার সম্পাদক আহসান উল্লাহ মিলন, সদস্য নাসির মৃধা। খাগড়াছড়ি সদর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর হোসাইন। কেন্দ্রীয় কৃষক দলের উপজাতীয় বিষয়ক সম্পাদক ও জেলা কৃষক দলের সভাপতি পারদর্শী বড়ুয়া, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, জেলা ছাত্র দলের সভাপতি শাহেদ হোসেন সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাগর নোমান, জেলা মহিলা দলের সভানেত্রী কুহেলী দেওয়ান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন চৌধুরী, জেলা তাঁতী দলের সভাপতি আলমগীর মিয়া, জেলা জিয়া পরিষদের সভাপতি মোজ্জাম্মেল হক, জেলা জাসাস এর সভাপতি এম আর শাহিন, জেলা মৎস্যজীবি দলের সদস্য সচিব মোঃ রিয়াসাদ।