গুইমারাতে বঙ্গবন্ধু’র জন্ম শতবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচি

গুইমারা প্রতিনিধি: স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ ‘মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ি’র গুইমারা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়েছে। ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে গুইমারা উচ্চ ববিদ্যালয়ের আঙ্গিনায় ও বিভিন্ন পতিত জমিতে এ বৃক্ষরোপন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচীর উদ্বোধন করেন গুইমারা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মেমং মারমা।
এতে অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সুইমং মারমা, গুইমারা সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বাবলু হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক সম্রাট শীল, উপজেলা ছাত্রলীগ সভাপতি আনন্দ সোম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন (রিজন), গুইমারা সদর ইউপি ছাত্রলীগ সভাপতি জনি ভট্টচার্য্য, হাফছড়ি ইউপি ছাত্রলীগ সমন্বয়ক মোঃ রাসেল, সিন্দুকছড়ি ইউপি ছাত্রলীগ সদস্য সচিব মোঃ ইউছুফসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা।
এসময় মেমং মারমা বঙ্গবন্ধু’র জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় কেন্দ্রীয় ছাত্রলীগ ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে গুইমারা উপজেলায় বৃক্ষরোপন কর্মসূচী সফল করায় উপজেলা ছাত্রলীগ সহ উপস্থিত নেতাকর্মীর প্রতি ব্যক্তিগত ও গুইমারা উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে জানায় অভিনন্দন জানান।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post