গুইমারাতে লীন প্রকল্পের “সমন্বিত পুষ্টি কর্ম-পরিকল্পনা” প্রনয়নে কর্মশালা

স্টাফ রিপোর্টার: গুইমারাতে লীন প্রকল্পের “সমন্বিত পুষ্টি কর্ম-পরিকল্পনা” জুলাই-২০১৯ প্রনয়নে ২দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১ আগস্ট সকালে গুইমারা উপজেলার হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভিষন কান্তি দাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন গুইমারা উপজেলা চেয়ারম্যান উশেপ্রু মারমা। কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় অন্যান্যের মধ্যে লীন প্রকল্পের জেলা ব্যাবস্থাপক সুযশ চাকমা, লীন প্রকল্পের গুইমারা উপজেলা সমন্বয়ক জয় মোহন চাকমা, গুইমারা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, ইউপি চেয়ারম্যান মেমং মারমা, হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, গুইমারা কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন প্রমুখ, বিশিষ্ট ব্যবসায়ী শিবু প্রষাদ ঘোষ বক্তব্য রাখেন।

বক্তারা মাতৃত্ব কালীন সময় ও শিশু পুষ্টি সম্পর্কে প্রত্যন্ত পল্লীতে সাধারণ মানুষকে সচেতনার উপর গুরুত্ব দেন। এছাড়াও সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে একটি পুষ্টি পরিপূর্ণ রাষ্ট্রে পরিনত করার প্রত্যয় ব্যক্ত করেন। পরে (বিএনএনসি) বাংলাদেশ জাতীয় পুষ্টি সমন্বয় কমিটির কর্ম পরিকল্পনা মোতাবেক গুইমারা উপজেলার পুষ্টি কমিটির কর্মকর্তাগন ২০১৯ জুলাই থেকে জুন ২০২০ সালের পুষ্টি বিষয়ক কর্মপরিকল্পনা প্রস্তুত করেন।

Read Previous

ইউ সি সি নির্বাচন থেকে সরে দাড়ালেন আমান উল্লাহ ভুঁইয়া

Read Next

পানছড়িতে ভিজিএফ এর খাদ্যশস্য বিতরণ