গুইমারা রিজিয়নে ঈদ শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজ

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাজেদুল ইসলাম, এএফডব্লিউসি, পিএসসি, জি।

১২ আগষ্ট সোমবার দুপুর এ উপলক্ষে শহীদ লে. মুশফিক হলে প্রীতিভোজের আয়োজন করা হয়। উক্ত প্রীতিভোজে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাসহ রিজিয়নের আওতাধীন বিভিন্ন মসজিদ, মন্দিও ক্যায়াং এর ধর্মীয় গুরুগণ অংশ নেন।

এর মধ্যে মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা হারুনুর রশিদ, মাটিরাঙ্গা কেন্দ্রীয় রক্ষা শ্রী শ্রী কালী মন্দির এর ব্রম্মন মৃদুল চক্রবর্ত্তী, মাটিরাঙ্গা জর পাড়া কেয়াং ঘরের ভান্তে যোহন ত্রিপুরা, মাটিরাঙ্গা বাজার বৌদ্ধ বিহার অধ্যক্ষ মংসেউ মারমা, গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মো: ওসমানগনি, মাটিরাঙ্গা রামশ্যামা কন্দ্রেীয় কালী মন্দিরের ব্রাম্মন উত্তম চক্রবর্তী, জামতলা ত্রিরতœ বৌদ্ধ বিহারের সুজাতা অনাথ আশ্রমের অধ্যক্ষ থুইচিং মং মারামা ও সিন্দুকছড়ি জামে মসজিদের ইমাম মো: আবুল কাশেমসহ গণ্যমান্য ব্যাক্তিগণ প্রীতিভোজে অংশ নেন।

এসময় গুইমারা রিজিয়নের বিএম মেজর ফজলে রাব্বী, জিএসও-টু মেজর মইনুল আলমসহ অন্যান পদস্থ্য সেনা অফিসাগনসহ সাংবাদিক, জনপ্রতিনিধি প্রীতিভোজে অংশ নেন। গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাজেদুল ইসলাম সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন।

Read Previous

বাঘাইছড়িতে ২ জেএসএস নেতা হত্যার প্রতিবাদে মহালছড়িতে বিক্ষোভ

Read Next

পানছড়িতে আগুন: ৯টি ফার্ণিচার দোকান পুড়ে ছাই