চার স্তরের নিরাপত্তা বলয়: লক্ষ্মীছড়ির ১১টি কেন্দ্র ভোট গ্রহণের জন্য প্রস্তুত

স্টাফ রিপোর্টার: ১৮ মার্চ সোমবার। বাকি আর মাত্র কয়েক ঘন্টা। প্রার্থীদের সব হিসেব-নিকেশ শেষ চলছে ভোট কেন্দ্রে আসার প্রস্তুতি। লক্ষ্মীছড়িতে রাত পোহালেই ভোট। সকাল ৮টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত  চলবে ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ।

চার স্তরের নিরাপত্তা বলয় তৈরী করা হয়েছে। লক্ষ্মীছড়ি উপজেলায় ১১টি কেন্দ্র এখন ভোট গ্রহণের জন্য প্রস্তুত। প্রতিটি কেন্দ্রেই পৌছে গেছে নির্বাচনী সরঞ্জাম। ১১টি কেন্দ্রের মধ্যে ২টি ভোট কেন্দ্রে হেলিকপ্টারে গেছে মালামাল। প্রতিটি কেন্দ্রে পুলিশ ৪জন, আনসার ভিডিপি ৮জন, মহিলা ভিডিপি ৪জন, ২জন চৌকিদার ছাড়া ভোট কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকবে। এছাড়াও পুলিশের বিশেষ টহল, বিজিবি ছাড়াও প্রতিটি কেন্দ্রে থাকছে সেনাবাহিনীর নিরাপত্তা ব্যবস্থা। সহকারি রির্টানং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ ইকবাল জানান, ভোটগ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন। সুষ্টু ভোট গ্র্রহনের স্বার্থে সব ব্যবস্থাই নেয়া হয়েছে। বাড়তি নিরাপত্তা ব্যবস্থা ছাড়াও থাকছে ২জন মেজিষ্ট্রেড। অনিয়ম হলেই তাৎক্ষনিক ব্যবস্থা নেবেন তাঁরা। লক্ষ্মীছড়ি মডেল সরাকরি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার মো: সফিকুল ইসলাম ভূইয়া এ প্রতিনিধিকে বলেন, অপেক্ষা শুধু ভোট নেয়ার। প্রস্তিুতিতে কোনো ত্রুটি নেই বলে জানানলেন তিনি।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, লক্ষ্মীছড়ি উপজেলায় মোট ভোটার ১৮ হাজার ৩’শ। তার মধ্যে পুরুষ ভোটার ৯হাজার ৩’শ ৬৬জন এবং মহিলা ভোটার ৮ হাজার ৯’শ ৩৩ জন।

বর্মাছড়ি ইউনিয়নে ভোট কেন্দ্র ৪টি। বর্মাছড়ি জুনিয়র হাই স্কুল মোট েেভাটার ৬৭৭জন, কুতুবছড়ি বেসকারী প্রাথমিক বিদ্যালয় মোট ভোটার ১৯৬৬জন, মুক্তাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মোট ভোটার ১২০৪জন, ফুত্যাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মোট ভোটার ৯৫৫জন। দুল্যাতলী ইউনিয়নে কেন্দ্র ৩টি। দুল্যাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মোট ভোটার ১২৫৮জন, জারুলছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মোট ভোটার ১৬২৯জন, দেওয়ান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মোট ভোটার ২৩৯৬জন। লক্ষ্মীছড়ি ইউনিয়নে কেন্দ্র ৪টি। লক্ষীছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মোট ভোটার ৩০২৯জন, মংহলা পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মোট ভোটার ২৩৪৭জন, শুকনাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মোট ভোটার ৯৩০, যতীন্দ্র কর্বারীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মোট ভোটার ১৯০৮জন।

নির্বাচনে মোট প্রার্থী ১২জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যাান পদে ৩জন ও মহিলা ভাইস চেয়ারম্যাান পদে ৪জন প্রতিদ্বন্ধিতা করছেন। চেয়ারম্যান পদে দলীয় ন্যেকা প্রতীকে নির্বাচন করছেন বাবুল চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী অংগ্য প্রু মারমা প্রতীক পেয়েছেন মোটরসাইকেল, রাজেন্দ্র চাকমা আনারস, স্বপন চাকমা দোয়াত কলম ও নিলবর্ণ চাকমা ঘোড়া প্রতীক। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মো: নুরে আলম টিউবওয়েল, রাজু চাকমা দিপান্তর তালা, উল্লাচি মারমা চশম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুমনা চাকমা তীর-ধুনক, মেরিনা চাকমা ফুটবল, মিনুচিং মারমা পদ্ধফুল ও রতœা চাকমা কলস) প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্ধিতা করছেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post