জাতি জনকের স্বপ্ন বাস্তবায়ন করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- পানছড়িতে কুজেন্দ্র

মোফাজ্জল হোসেন ইলিয়াছ: একটা সময় গেছে পানছড়িতে আওয়ামীলীগের নেতা কর্মীরা তাদের মা-বোন, স্ত্রী-সন্তানকে নিয়ে বাড়িতে বসবাস করতে পারতো না, জামাত-বিএনপির লোকজন হামলা করেছে, হত্যা করেছে। আ.লীগের আমলে দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উপলক্ষে প্রথম অধিবেশনের আলোচনা সভায় এ কথাগুলো বলেন জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

আজ শনিবার (২৪শে আগস্ট) দুপুর ১২টায় দলীয় কার্যলয়ের সামনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ বাহার মিয়া’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অধিবেশন উদ্বোধন করেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক জয়নাথ দেব এর পরিচালিত সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, কল্যাণ মিত্র বড়ূয়া, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আশুতোষ চাকমা, আঃ জব্বার, জেলা পরিষদ সদস্য খগেশ^র ত্রিপুরা, মংসুইপ্রু চৌধুরী অপু, পার্থ ত্রিপুরা জুয়েল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাঈল হোসেন প্রমূখ।

Read Previous

মানিকছড়ি ভূমি সার্ভেয়ারের বিরুদ্ধে দুদকের মামলা

Read Next

পানছড়ি আ.লীগের কাউন্সিল: সভাপতি মোমিন ও সম্পাদক বিজয় নির্বাচিত