দীঘিনালায় করোনা উপসর্গ নিয়ে আনসার সদস্যের মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি: দীঘিনালায় ‘করোনা’ উপসর্গ নিয়ে এক আনসার সদস্যে মৃত্যু হয়েছে। মৃত আনসার সদস্যের নাম আবদুস সাত্তার (৫৩)।

৩২ ইবি দীঘিনালা জোনের আওতাধীন ২৩ আনসার জামতলী ব্যাটালিয়নের নায়েক পদে কর্মরত ছিলেন তিনি। তাঁর বাড়ি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার চতুরাডঙ্গী গ্রামে।

দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্মের কর্মকর্তা তদন্ত তালুকদার জানান, ১৭ জুন করোনা উপসর্গ নিয়ে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্মে আসলে নমুনা সংগ্রহ করা হয়। তবে রিপোর্ট এখনো আসেনি। রিপোর্ট পাওয়ার পর তিনি করোনা আক্রান্ত ছিলো কিনা জানা যাবে।

২২ জুন সোমবার সকালে আনসার সদস্য আবদুস সাত্তার (৫৩) তীব্র শ্বাসকষ্ট দেখা দিলে তাৎক্ষণিক ব্যাটালিয়ন সদরের অন্য সদস্যরা দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্মে নিয়ে আসার পথে মৃত্যুবরণ করেন।

২৩ আনসার জামতলী ব্যাটালিয়ন সূত্র জানায়, আবদুস সাত্তার পূর্ব হতে শ্বাসকষ্টের রোগী ছিলেন। গত এক সপ্তাহ পূর্বে পনের দিনের ছুটিতে কোয়ারেন্টিনে থেকে ব্যাটালিয়ন সদরে যোগদান করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post