দীঘিনালায় চাঁদাবাজী ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার: দীঘিনালা উপজেলায় অবৈধ চাঁদাবাজী ও সকল সন্ত্রাসী কার্যক্রম বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলাবাসী। সমাবেশে থেকে সম্প্রতি গাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনার সাথে জড়িত ব্যাক্তিদের গ্রেফতার করে দৃষ্ঠান্তমূলক শাস্তিরও দাবি করা হয়েছে।

২১ জানুয়ারী মঙ্গলবার দীঘিনালা উপজেলাবাসীর ব্যানারে বাবুছড়া বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বাজার প্রদক্ষিণ করে আওয়ামীলীগ কার্যালয়ে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। বাবুছড়াা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সন্তোষ জীবন চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ সওকত ইসলাম, বোয়ালখালী নতুন বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দীন এবং বাবুছড়াা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মুজিবুর রহমান প্রমূখ।

সমাবেশে বক্তারা চাঁদাবাজী বন্ধ’সহ গাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তিসহ সকল সন্ত্রাসী কার্যক্রম বন্ধর দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলরে হুসিয়ারি দেয়া হয়।

Read Previous

মাটিরাঙ্গার আলুটিলায় শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব মহোৎসবের প্রস্তুতি চলছে

Read Next

মহালছড়িতে জোনকাপ ফুটবল টুর্ণামেন্ট’র ফাইনাল অনুষ্ঠিত