দীঘিনালা জোনের পক্ষ শিক্ষাসামগ্রী বিতরণ

সোহেল রানা: খাগড়াছড়ির দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ে দীঘিনালা জোনের জাগ্রত ২০ বেঙ্গল এর পক্ষ থেকে শিক্ষাসামগ্রী প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ মে) দুপুরে শিক্ষাসামগ্রী হিসেবে ১০ জোড়া বেঞ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে তুলে দেন দীঘিনালা জোনের উপ -অধিনায়ক মেজর মাকসুদুল নাঈম পিএসসি। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শেখ শহিদুল ইসলাম।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশাপূর্ণ চাকমা জানান, ছাত্রছাত্রীদের বসার সমস্যার বিষয়টি ছিল দীর্ঘদিনের। তারপর বিষয়টি দীঘিনালা জোনকে অবহিত করা হলে জোন থেকে বেঞ্চ প্রদানের আশ্বাস দেয়া হয়। আজ ১০ জোড়া বেঞ্চ হস্তান্তর করা হয়। এতে করে ছাত্রছাত্রীদের বসার সমস্যার অনেকটা সমাধান হবে।

এ ব্যাপারে দীঘিনালা জোনের উপ অধিনায়ক মেজর মাকসুদুল নাঈম জানান, দীঘিনালা উপজেলায় জনগণের মাঝে আস্থা ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। সম্প্রীতি ও আস্থা বৃদ্ধি পায় এমন কাজ ভবিষ্যতেও অব্যহত থাকবে।

Read Previous

লামায় পৌরসভার রাতের আঁধার দূর হলো সোলার’র আলোয়

Read Next

দুল্যাতলী ইউনিয়ন’র ২০১৮-২০১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা