খাগড়াছড়ির দূর্গম লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ

লক্ষ্মীছড়ি প্রতিনিধি: চলমান করোনা মহামারিতে কর্মহীন হয়ে পরা পাহাড়ে হত-দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী।

২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়ার সার্বিক তত্বাবধানে ৩জুন শুক্রবার সকালে গুইমারা রিজিয়নের আওতাধিন লক্ষ্মীছড়ি উপজেলার দূর্গম পাহাড়ি এলাকা দুল্যাতলী, রাঙ্গাপানি ও মগাইছড়িতে অসহায় কর্মহীন পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ, চিনি, তেল, সাবান’সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল মোঃ জাহাংগীর আলম।

এসময় তিনি বলেন, করোনা যুদ্ধে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ চলমান থাকবে। তাই সবাইকে সরকারী নির্দেশনা মেনে চলার আহবান জানান জোন জোন অধিনায়ক। খাদ্য সামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে মেজর আমির, ক্যাপ্টেন রাজেক উপস্থিত ছিলেন।

Read Previous

মানিকছড়িতে আওয়ামী যুবলীগের উদ্যোগে ফলজ বনজ ও ওষধি গাছের চারা বিতরণ

Read Next

স্বেচ্ছাশ্রমে রাস্তার কাজ করে দিলো মানিকছড়ি যুব রেড ক্রিসেন্ট