নবাগত গুইমারা রিজিয়ন কমান্ডার’র লক্ষ্মীছড়ি পরিদর্শনকালে নগদ অর্থ সহায়তা ও কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার: নবাগত গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি,জি লক্ষ্মীছড়ি উপজেলায় সেনা জোন পরিদর্শনকালে গরীব ও অসহায়দের মাঝে নগদ অর্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন।

১২ জানুয়ারি মঙ্গলবার সকালে জোন সদরে এ নগদ অর্থ ও শীতবস্ত্র বিতরণ করেন। এসময় লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মো: জাহাংগীর আলম, লক্ষ্মীছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মো: আমীর-উল-এহসানসহ অন্যান্য সেনা অফিসারগণ উপস্থিত ছিলেন।

লক্ষ্মীছড়ি সেনা জোন পরিদর্শনের সময় গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বৃক্ষচারা রোপন করার পর বিশেষ মোনাজাতে অংশ নেন। এরপর তিনি সেনাবাহিনীর বিশেষ দরবারে মিলিত হন এবং সবশেষ বিকেলে বাইন্যাছড়া আর্মি ক্যাম্প পরিদশন করেন।

নবাগত গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন এর আগে সফলতার সাথে লক্ষ্মীছড়ি জোন কমান্ডার হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে সকল সম্প্রদায়ের মানুষের কল্যাণে কাজ করার পাশপাশি সম্প্রীতি উন্নয়নে তাঁর অবদান ছিলো প্রসংশনীয়।

Read Previous

মানিকছড়িতে মানবাধিকার কমিশন’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Read Next

রামগড় বিজিবি’র অভিযানে ইয়াবা ট্যাবলেট জব্দ