নানিয়ারচর থেকে নিখোঁজ রায়হান লক্ষীছড়িতে উদ্ধার

মো: রাজু আজম: রাঙ্গামাটির নানিয়ারচর থেকে হারিয়ে যাওয়া এক শিশুকে খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার দূর্গম শুকনাছড়ি থেকে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

পরে সেই শিশুকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। খোঁজ নিয়ে জানা যায়, গত ৩ অক্টোবর সকাল নয় টায় বাবার সাথে অভিমান করে বাড়ি ছেড়ে চলে যায় ১৪ বছর বয়সী শিশু রায়হান। তার বাড়ি রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলার বগাছড়িতে। পিতার নাম মো.শাহীন, শিশু রায়হান ৫ম শ্রেনির ছাত্র।

নিখোঁজ হওয়ার ২ দিন পর ৫ অক্টোবর খবর পেয়ে লক্ষীছড়ি সেনা জোনের আওতাধীন শুকনাছড়ির ইন্দ্রোসিং পাড়া আর্মি ক্যাম্পের কমান্ডার শিশু রায়হানকে উদ্ধার করেন এবং পরবর্তীতে লক্ষীছড়ি জোন সদরে প্রেরণ করেন। পরে রায়হানকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

Read Previous

রামগড় উপজেলা প্রশাসনের দুর্গাপূজার প্রস্তুতি সভা

Read Next

খাগড়াছড়িতে আয় ও পুষ্টি বৃদ্ধি, ফল এবং ফসল নষ্ট রোধে কৃষকদের ফিডব্যাপ কর্মশালা