নিন্ম আয়ের মানুষের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে নিন্ম আয়ের মানুষের দোরগোড়ায় খাদ্য ও ভোগ্যপণ্য পৌঁছে দিচ্ছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। ৩১ মার্চ মঙ্গলবার বিকেলে তিনি খাগড়াছড়ি সদর উপজেলার বিভিন্ন এলাকায় গাড়ি ভর্তি ত্রাণ নিয়ে তিনি ছুটে যান মানুষের দুয়ারে দুয়ারে।

এর আগে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ত্রাণ ও পূর্র্ণবাসন কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সমন্বয়ে একটি তালিকা প্রণয়ন করেন।

খাগড়াছড়ি সদর ইউপি চেয়ারম্যান আম্যে মারমা জানান, জেলা প্রশাসক মহোদয় তালিকা তৈরিতে জনপ্রতিনিধির পাশাপাশি স্থানীয় সমাজ কর্মীদেরকেও সম্পৃক্ত করেছেন।

ত্রাণ বিতরণকালে জেলা প্রশাসকের সাথে সদর ইউএনও শামসুন নাহার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো: মাসুদ উপস্থিত ছিলেন।

Read Previous

অঘোষিত লক ডাউনের ৬ দিন: খাগড়াছড়িতে ত্রান সামগ্রী বিতরণ, ১০হাজার নিন্ম আয়ের মানুষের পাশে দাঁড়াচ্ছে পাজেপ

Read Next

করোনা সংক্রমন রোধে মহালছড়িতে প্রশাসনের পাশাপাশি ব্র‍্যাক’র সচেতনতামূলক প্রচারণা