পেকুয়ায় গৃহবধূর উপর হামলা, নগদ টাকা লুট

ইমরান হোসাইন, পেকুয়া (কক্মবাজার): পেকুয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে জেসমিন আক্তার(৩৫) নামের এক গৃহবধূর উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৩ফেব্রুয়ারি) বিকেলে পেকুয়া উপজেলা সদরের মাতবর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত গৃহবধূ উপজেলার মগনামা ইউনিয়নের বাইন্যাঘোনা এলাকার আবু তালেবের স্ত্রী। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত গৃহবধূ জেসমিন আক্তার বলেন, মাতবর পাড়া এলাকায় আমার স্বামীর খরিদা সাত শতক জমি জবরদখল চেষ্টা চালায় একদল দুর্বৃত্ত। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গেলে মগনামা ইউনিয়নের বাইন্যাঘোনা এলাকার ছালেহ আহমদের ছেলে আব্দুল মালেক, আবুল কাশেম ও পেকুয়া সদর ইউনিয়নের নন্দীর পাড়া এলাকার মোহাম্মদ কালু আমার উপর হামলা চালায়। এসময় হামলাকারীরা আমাকে মারধর করে আমার ব্যবহৃত মোবাইল, ব্যাগে থাকা নগদ ৪২ হাজার টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।

এ ব্যাপারে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন ভূঁইয়া বলেন, ভুক্তভোগীর পক্ষে লিখিত অভিযোগ পেয়েছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Read Previous

জমি সংক্রান্ত বিরোধের জের: পেকুয়ায় বসতভিটেয় আগুন ও ভাংচুর

Read Next

মাটিরাঙ্গায় নিরাপত্তা সম্মেলন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত