প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ গ্রহণের লক্ষ্য নিয়ে রামগড়ে উন্মুক্ত বৈঠক

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: স্বাস্থ্য বিধি মেনে স্বাধীনতা সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার ভিশন- ২০৪১ মোতাবেক তথ্য অফিস রামগড় কর্তৃক “গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রম” এর আওতায় ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক ও আলোচনা সভা করা হয়েছে।এসময় বল্টুরামটিলাস্থ ত্রিপুরা যুব কল্যাণ সমিতির প্রশিক্ষণ রুমে বৃহঃবার দুপুরে গণযোগাযোগ অধিদপ্তরের  তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহকারী পরিচালক(মাঠ প্রচার) জনাব খালিদ বিন জামান উন্মুক্ত বৈঠকে ভিডিও কলে সংযুক্ত ছিলেন।
রামগড় তথ্য অফিসার মো: বেলায়ত হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা চাঁন মিয়া, সংবাদকর্মী রতন বৈষ্ণব ত্রিপুরা। এতে আরো উপস্থিত ছিলেন, শিক্ষক,পাড়াকর্মী, এমএসভি কর্মীসহ গন্যমান্যব্যক্তিবর্গ । পরে  উপস্থিত সকলের মাঝে তথ্য অফিসের পক্ষ থেকে মাস্ক বিতরণ করেন।
রামগড় তথ্য অফিসার বেলায়েত হোসেন এ প্রতিনিধিকে বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্যোগ,করোনা ভাইরাস সংক্রমণ রোধে সচেতনতা, মাস্ক পরিধান, বাল্যবিবাহ ও যৌতুক বিরোধী বিষয়ে ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠকসহ চলচিত্র প্রদর্শনের মাধ্যমে মন্ত্রণালয়ের নির্দেশক্রমে কাজ চলমান রয়েছে বলে জানান।

Read Previous

মাটিরাঙ্গার সাপমারা এলাকায় পাথর বোঝাই ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

Read Next

বাঘাইছড়ির সাজেকে সন্ত্রাসীদের গুলিতে দুই ব্যাবসায়ী আহত