ফটিকছড়িতে প্রথম করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু, স্বাস্থ্য বিধি মেনে জানাজা সম্পন্ন

শাহনেওয়াজ নাজিম ফটিকছড়ি: ফটিকছড়িতে প্রথম করোনার উপসর্গ নিয়ে মৃত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মারা যাওয়া এই ব্যক্তির জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে স্বাস্থ্য বিধি মেনেই।

১৫ মে রাত ২টায় নাজিরহাট পৌরসভার ৫নং ওয়ার্ডস্থ শেখ আহমদ আলী তালুকদার বাড়ীর মৃত আব্দুল হাকিমের পুত্র আলহাজ্ব বজল আহাম্মদ বিএসসি চট্টগ্রাম নগরীর তার বাসভবন হতে জ্বর ও হালকা কাশি নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হন। তার স্বাস্থ্যের অবনতি হলে পরে আইসিও-তে নেওয়া হয়। অবশেষে সেখান তিনি মৃত্যুবরণ করেন।

১৭মে দুপুর সাড়ে ১২টায় উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে স্বাস্থ্যবিধি মেনে নাজিরহাট পৌরসভার এবিসি এলাকার একটি বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুর পর গোসল করানো, কাফন পরানো, হাসপাতাল থেকে লাশ আনা, জানাজা ও দাফন সবকিছু করেন আল মানাহিল ইসলামিক ওয়েল ফেয়ার ফাউন্ডেশন নামে একটি সংস্থা। জানাজায় ইমামতি করেন উক্ত ফাউন্ডেশনের পরিচালক মাওলানা শিহাব উদ্দিন।

Read Previous

করোনা’র বৈরী পরিবেশেও ত্রাণ নিয়ে মাঠে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

Read Next

লক্ষ্মীছড়িতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ছবি বদলায়ে ৭মাস ভোগ করলেন অন্যজন