বাঘাইছড়িতে হত্যাচেষ্টার ঘটনায় সন্ত্রাসীদের গ্রেফতার করতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

দীঘিনালা প্রতিনিধি: বাঘাইছড়িতে হত্যাচেষ্টার ঘটনায় সন্ত্রাসীদের গ্রেফতারের ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ। এঘটনার পরপরই পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের দীঘিনালা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ হানিফ মিয়া, সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন, যুগ্ন সাধারণ সমাপদিক রুবেল মিয়া, সহ-সাধারণ সম্পাদক মোঃ মহিন সহ নেতা-কর্মীরা আহত আকবরকে দেখতে হাসপাতালে ছুটে যান। নেতৃবৃন্দরা সংবাদ কর্মীদের বলেন, ২৪ ঘন্টার মধ্য উক্ত সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার জন্য প্রশাসনকে সময় বেধেঁ দিয়ে সংগঠনটির উপজেলা সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন বলেন, উক্ত সময়ের মধ্য যদি প্রশাসন সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে না পারলে তাহলে দীঘিনালাবাসীকে সাথে নিয়ে হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচি পালন করে দীঘিনালা অচল করে দেয়া হবে বলে হুশিয়ার করেন।

বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট হাঝাছড়া ১০ নম্বর ঝর্না এলাকায় এক বাঙ্গালী মোটরসাইকেল চালককে হত্যার চেষ্টা চালিয়েছে উপজাতীয় সন্ত্রাসীরা। বিকেল আনুমানিক ৫টার দিকে যথারীতি মোটরসাইকেল চালিয়ে দীঘিনালার উদ্দ্যেশ্য ফেরার পথে পথিমধ্য বেশ কয়েকজন উপজাতীয় সন্ত্রাসী পথরোধ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করতে থাকে, একপর্যায়ে তার নাক ও ও মুখের বেশকিছু অংশ কেটে যায়। এসময় তার চিৎকার চেচাঁমেচিতে আশে-পাশের লোকজন এগিয়ে আসছে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্যে কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে খাগড়াছড়িতে রেফার করতে বললে তাৎক্ষনিক তাকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Read Previous

বাঘাইছড়িতে মোটরসাইকেল চালককে হত্যার চেষ্টা

Read Next

মানিকছড়িতে মৎস্য পোনা বিতরণ