বান্দরবানে পরিত্যক্ত বোমা বিস্ফোরনে ২ সেনা নিহত, আহত ১১

লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের সেনাবাহিনীর ফায়ারিং প্রশিক্ষণ রেঞ্জে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে ২সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জাহেদুল ইসলাম নামক এক সেনা সদস্য নিহত হওয়ার খবর তাৎক্ষনিক পাওয়া গেলেও বাকি জনের নাম জানা যায় নি। নিহত জাহেদুল ইসলাম লামা উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নের হায়দারনাশী পাড়ার ইউছুপ আলীর ছেলে। একই ঘটনায় আহত হয়েছেন আরো ১১ সেনা সদস্য। আহতদের তাৎক্ষণিকভাবে হেলিকপ্টার যোগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে মর্মে সূত্রে জানা গেছে।

জানা গেছে, ১৭ মে শুক্রবার সকাল ১১ টার সময় কুমিল্লা সেনানিবাসের ১৬ প্যারা ব্যাটলিয়নের সেনা সদস্য জাহেদুল সঙ্গীয় সেনাদের সাথে বান্দরবানের সুয়ালক আমতলী সেনাবাহিনীর ভারী অস্ত্র প্রশিক্ষণ রেঞ্জে পরিচ্ছন্ন দায়িত্ব পালন করছিলেন। এই সময় ইতিপূর্বে প্রশিক্ষণে ব্যবহৃত অবিস্ফোরিত বোমাটি অসাবধানতা বশত সরাতে গিযে বিস্ফোরিত হলে এই হৃদয় বিদারক ঘটনা ঘটে।

সেনাসদস্য জাহেদুল ইসলাম নিহতের খবর লামায় ছড়িয়ে পড়লে এলাকায় হাহাকার পড়ে যায়। তার বৃদ্ধ পিতামাতা বারবার অজ্ঞান হয়ে পড়ছেন। পাড়া প্রতিবেশীর মধ্যে নেমে আসে করুণ শোকের ছায়া।

Read Previous

খাগড়াছড়িতে সনাতন ছাত্র-যুব পরিষদের রজতজয়ন্তী’র শোভাযাত্রা

Read Next

আলীকদমের লাক্যাচিং তংচঙ্গ্যাকে ধর্ষনের পর হত্যা করা হয়েছিল