বাসন্তী চাকমার অপসারণের দাবিতে গুইমারাতে মানববন্ধন ও বিক্ষোভ

গুইমারা(খাগড়াছড়ি) প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত মহিলা সাংসদ বাসন্তি চাকমা’র অপসারণ ও শাস্তির দাবীতে খাগড়াছড়ির গুইমারা বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত ২৬শে ফেব্রুয়ারি জাতীয় সংসদে দাঁড়িয়ে নির্ধারিত স্বাগত বক্তব্যে দেশ প্রেমিক সেনাবাহিনী ও পার্বত্য বাঙ্গালীদের নিয়ে দেয়া মিথ্যাচারের প্রতিবাদে সম্প্রতি উত্তপ্ত হয়ে উঠেছে সবুজ পাহাড়। বইছে বিভিন্ন মহলে নিন্দা ও প্রতিবাদের ঝড়। দাবী উঠেছে জাতীয় সংসদ থেকে তার অপসারনের।

সকালে সচেতন পার্বত্যবাসীর ব্যানারে গুইমারা উপজেলার জালিয়াপাড়া চৌরাস্তায় সড়ক অবরোধ করে মানববন্ধব ও বিক্ষোভ করেছে স্থানীয়রা। এতে বক্তব্য রাখেন, পার্বত্য নাগরিক অধিকার ফোরামের কেন্দ্রীয় কমিটির আহবায়ক মো: শাহাব উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মোক্তাদের হোসেন, পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদের মানিকছড়ি উপজেলার আহবায়ক আকরাম হোসেন, গুইমারা উপজেলার আহবায়ক মো: আহাদ প্রমুখ। বক্তারা দেশ প্রেমিক সেনাবাহিনী ও পাহাড়ে বসবাসরত অবহেলিত বাঙ্গালীদের নিয়ে বাসন্তি চাকমার মিথ্যাচারের প্রতিবাদ জানিয়ে দ্রুততম সময়ে তার অপসারণ দাবী করেন। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।

Read Previous

বাসন্তি চাকমার মিথ্যা বক্তব্যের প্রতিবাদে লক্ষ্মীছড়িতে বিক্ষোভ মিছিল-মানববন্ধন

Read Next

মানববন্ধন থেকে উঠে আসলো লক্ষ্মীছড়িতে ৮৬’র সেই বাঙ্গালি গণহত্যার চিত্র