অতিরিক্ত মদ্যপানে পানিতে ডুবে লক্ষীছড়িতে এক উপজাতি বৃদ্ধের মৃত্যু

লক্ষ্মীছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার মহিষকাটা নামক এলাকার এক উপজাতি অতিরিক্ত মদপান করে ধুরং খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে। মৃত ব্যক্তির নাম রশি কুমার চাকমা। তার পিতার নাম আনন্দ কুমার চাকমা।

জানা গেছে, উপজেলার মহিষকাটা চাকমাপাড়া গ্রামের আনন্দ কুমার চাকমার পুত্র রশি কুমার চাকমা(৫০) ২ জুলাই বেলা সাড়ে ১২ টায় মদ পান করে মাতাল অবস্থায় বাড়ীর অদূরে ধুরং খালে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়।

দীর্ঘ সময় ঘরে ফিরে না আসায় বাড়ীর লোকজন তাকে খুঁজতে গিয়ে ডুবে যাওয়া স্থানের ৪ কিলোমিটার দূর কালাপানি সুইচ গেইট এলাকায় মরদেহ খুঁজে পায়। পরে বিকাল সাড়ে ৪ টায় মহিষকাটা চাকমা পাড়া শ্বশ্মানে তাকে দাহ করা হয়।

লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর জানান, ঘটনাটি শুনেছি। অতিরিক্ত মাত্রায় মদ পান করার কারণে মাতাল অবস্থায় গোসল করতে গিয়ে এমন ঘটনা ঘটে। তবে কেউ এ বিষয়ে থানায় আসে নি বা কোনো অভিযোগও পাওয়া যায়নি।

Read Previous

লকডাউন সচেতনতায় প্রশাসনের সাথে মাঠে খাগড়াছড়ি জেলা রোভার স্কাউটস

Read Next

করোনা সংক্রমন বাড়ছেই, বাঁচতে হলে সতর্ক হোন