মাটিরাঙ্গা উপজেলা নির্বাচনে দলীয়ভাবে যুবলীগ সভাপতি রফিকুল মনোনীত

অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা: ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর উৎসব মুখর পরিবেশের মধ্য দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তৃণমুল পর্যায়ের ভোটে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ার লড়াইয়ে বিজয়ী হলেন মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সভাপতি মো. রফিকুল ইসলাম।

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর প্যানেল নির্ধারণে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি সংখ্যা গরিষ্ঠ ভোট পেয়ে প্রার্থীতার প্রতিদ্বন্ধীতায় প্রথম স্থান অধিকার করেন। এর ফলে আওয়ামীলীগের দলীয় প্রার্থী নির্বাচন নিয়ে চলমান নানামুখী গুঞ্জনের অবসান ঘটলো। অন্যদিকে ভাইস চেয়ারম্যান (পুরুষ) ও (মহিলা) পদে প্রার্থীতা কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী দলীয় ভাবে উন্মুক্ত করে দেয়ায় ইচ্ছুক সকলে ভোটে অংশ গ্রহন করতে পারবেন বলে ঘোষনা দেয়া হয়।

বুধবার সকাল সাড়ে ১০টায় মাটিরাঙ্গা জলপাহাড়ের মিলনায়তনে অনুষ্ঠিত মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রণবিক্রম ত্রিপুরা।

মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মো. শামছুল হক‘এর সভাপতিত্বে বর্ধিত সভায় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নির্মলেন্দু চৌধুরী প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যান মিত্র বড়ুয়া ও সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল জব্বার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি এমএম জাহাঙ্গীর আলম‘র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা।

দিনব্যাপী এ বর্ধিত সভায় মাটিরাঙ্গার তাইন্দং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল লতিফ, মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. জালাল উদ্দিন মজুমদার, আমতলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. আব্দুল গনি, বেছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রহমত উল্যাহ, গোমতি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. শাহ জালাল ও মাটিরাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. ওয়াদুদ তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন।

উপজেলা পরিষদ নির্বাচনে সকলকে দলের মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রণবিক্রম ত্রিপুরা বলেন, তৃনমুল কর্মীদের মতামতকে প্রাধান্য দিয়ে নৌকার প্রার্থী চুড়ান্ত করা হবে। দল ও দলের প্রতীকের বিরুদ্ধে যাওয়ার মতো দু:সাহস কেউ দেখাবেন না। সভায় সহযোগি সংগঠনের পক্ষ থেকে আগামীতে যে কোন ধরনের দলীয় প্রার্থী নির্বাচনে তাদের মতামত ( ভোটাধিকার ) দেয়ার সুযোগ সৃষ্টি করার দাবী জানান।

বর্ধিত সভার দ্বিতীয় অধিবেশনে মাটিরাঙ্গা উপজেলাধীন বিভিন্ন ইউনিটের কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে চেয়ারম্যান পদে সর্বোচ্চ ১১০ ভোট পেয়ে মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সভাপতি মো. রফিকুল ইসলাম বিজয়ী হয়েছেন। অন্যদিকে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক মো. তাজুল ইসলাম পেয়েছেন ৫৫ ভোট এবং মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক এম হুমায়ুন মোরশেদ খান পেয়েছেন ৫০ ভোট।

দ্বিতীয় অধিবেশনে ভোট গ্রহণ শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রণবিক্রম ত্রিপুরা বিকালে ফলাফল ঘোষণা করে সকলকে তৃণমূল ভোটে বিজয়ী প্রার্থীর পক্ষে কাজ করার আহবান জানান।

Read Previous

লক্ষ্মীছড়িতে ভাতাভোগীদের নিয়ে সচেতনতামূলক অবহিতকরণ সভা

Read Next

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ’র চাঁদাবাজ আটক