মাটিরাঙ্গায় পুলিশিং ডে উদযাপন

অন্তর মাহমুদ: মাটিরাঙ্গা থানা সার্কেলের সিনিয়র সার্কেল মো: খোরশেদুল আলম বলেছেন, আপনার এলাকার অভ্যন্তরে যে সকল অপরাধ প্রতিনিয়ত হচ্ছে তা নিয়ন্ত্রনে কমিউনিটি পুলিশের ভুমিকা অপরিসীম। তিনি থানা পুলিশকে তথ্য দিয়ে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রনে কমিউনিটি পুলিশের সহযোগিতা কামনা করেন।

এ সময় তিনি দেশের প্রতিটি নাগরিককে একেক জন কমিউনিটি পুলিশের সদস্য বলেও মন্তব্য করে দেশের অপরাধ নিয়ন্ত্রনে গোপনে সঠিক তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান। ‘পুলিশিং ডে’ উদযাপন উপলক্ষে শনিবার সকালে মাটিরাঙ্গা পুলিশ ও মাটিরাঙ্গা কমিউনিটি পুলিশিং ফোরাম এর আয়োজনে অনুষ্ঠিত র‌্যালি উত্তর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: শামছুদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাবেক শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এবং মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক এম হুমায়ন মোর্শেদ খান, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা পৌর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এম.এম জাহাঙ্গীর আলম, মাটিরাঙ্গা উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো: মনসুর আলী, মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র মো: আলাউদ্দিন লিটন প্রমুখ।

অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: ওয়ালি উল্যাহ, মাটিরাঙ্গা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার মো: আবুল হাশেম, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ও মাটিরাঙ্গা উপজেলা শ্রমিকলীগের সভাপতি মো: হারুন মিয়া, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি মো: জসিম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা প্রেসক্লাবের অর্থ সম্পাদক অন্তর মাহমুদ, পৌর কাউন্সিলর মোহাম্মাদ আলী, মোঃ আব্দুল খালেক, মোঃ মোস্তফা, মাটিরাঙ্গা উপজেলার কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের ব্যাক্তিগণ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে মাটিরাঙ্গা থানা কমপাউন্ড থেকে শোভাযাত্রাটি বের হয়ে মাটিরাঙ্গার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ প্রাঙ্গনে শেষ হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post