মাটিরাঙ্গায় যুব রেড ক্রিসেন্টের শীতবস্ত্র বিতরণ

অন্তর মাহমুদ,মাটিরাঙ্গা: খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলার আওতাধীন আমতলী ইউনিয়নে বাংলাদেশ যুব রেড ত্রিসেন্ট সোসাইটি মাটিরাঙ্গা উপজেলা ইউনিটের উদ্যোগে হত-দরিদ্রদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার  বিকাল ৪টার দিকে রামশিরা বাজারের বিজিবি নির্মিত যাত্রী ছাউনিতে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমতলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: জমির আলী চৌধুরী।

বক্তারা রেড ত্রিসেন্ট সোসাইটি আর্ত্ম মানবতার সেবায় নিয়োজিত একটি প্রতিষ্ঠান উল্লেখ করে বলেন, সংগঠনটি শৃংঙ্খলা ও কর্মকান্ড আমাদের মুগ্ধ করেছে। এমন মহৎ আয়োজনে উপস্থিত থাকতে পেরে আমরা গর্বিত। এ সময় তারা আমতলীতে যুব রেড ত্রিসেন্টের ইউনিয়ন কমিটি গঠনসহ সাংগঠনিক কাজে সহযোগিতার আশ্বাস প্রদানের সাথে সাথে রেড ত্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য হয়ে মানবতার সেবায় নিজেদের নিয়োজিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।
মাটিরাঙ্গা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান মো: ফরিদ উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আমতলী ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার মো: ইউনুস মিয়া, বাংলাদেশ রেড ত্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য পদপ্রত্যাশী ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক এ বি এম ফরহাদ।

মাটিরাঙ্গা যুব রেড ক্রিসেন্ট প্রশিক্ষন বিভাগীয় উপ-প্রধান মো: ইব্রাহীম খলিল“র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা যুব রেড ক্রিসেন্ট রক্ত বিভাগীয় উপ-প্রধান মেহেদী হাসান। পরে প্রধান অতিথি,বিশেষ অতিথিদ্বয় অন্যান্যদের সাথে নিয়ে হত-দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন।

এ সময় মাটিরাঙ্গা যুব রেড ক্রিসেন্ট উপ-যুব প্রধান-১ কমল কৃষ্ণ দে, উপ-যুব প্রধান-২ আবদুল মালেক, সেবা ও স্বাস্থ্য বিভাগীয় উপ-প্রধান শাবনুর আক্তার,ক্রীড়া ও সাংস্কৃতিক বিভাগীয় প্রধান আকতার হোসেনসহ মাটিরাঙ্গা ইউনিটের অন্যান্য আরসিওয়াই মাইন উদ্দিন ও তারেক উপস্থিত ছিলেন।

Read Previous

প্রশাসনিক দ্বন্দের জের: মানিকছড়ি থানার ওসি স্ট্যান্ড রিলিজ

Read Next

পানছড়ি‘র পদ্মিনিপাড়ায় স্বরস্বতী পুজা উপলক্ষে আলোচনা সভা