মানিকছড়িতে অবৈধ বালু মহলে অভিযান, ৫০হাজার জরিমানা

মানিকছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার বড়বিল খালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫০ হাজার জরিমানা করেছে এক বালু ব্যবসায়ীকে।

৫ আগস্ট বিকাল সাড়ে ৫টায় উপজেলার বড়বিল এলাকায় হালদা নদীর উপ-শাখা ডলু খালে বালু উত্তোলনের গোপন খবরে সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা পুলিশ নিয়ে অভিযান চালায়।

পরে ঘটনার সত্যতা পাওয়ায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ০৪ ধারার অপরাধে ১৫ ধারায় শাস্তি হিসেবে একটি মামলায় ৫০ হাজার টাকা জরিমানা করেন, ব্যবসায়ী মো. কামাল পাশা’কে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সহকারী কমিশনার(ভূমি) রিফাত আসমা।

Read Previous

জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান’র পিতা’র মৃত্যুতে ওয়াদুদ ভূইয়ার শোক

Read Next

লক্ষ্মীছড়িতে কোরবানির ‘গোশত’ এর মধ্যে আল্লাহু লেখা