মানিকছড়িতে আওয়ামী যুবলীগের উদ্যোগে ফলজ বনজ ও ওষধি গাছের চারা বিতরণ

মানিকছড়ি প্রতিনিধি: দেশব্যাপি বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে তৃণমূলে বৃক্ষ রোপনের অংশ হিসেবে মানিকছড়ি উপজেলা আওয়ামীযুবলীগ উপজেলার জনপদে বনজ,ফলজ ও ওষধি গাছের চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

২ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা আওয়ামীলীগ দলীয় অফিস চত্বরে উক্ত চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু’র সভাপতিত্বে উক্ত চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্টানে প্রধান অতিতি ছিলেন,উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন,সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, যুবলীগ সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম,ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন, সাধারণ সম্পাদক চহ্লাপ্রæ মারমা নিলয়সহ চার ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি ও সম্পাদকসহ আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

উপজেলা চারটি ইউনিয়নে চার হাজার এবং উপজেলায় এক হাজারসহ মোট ৫ হাজার বনজ,ফলজ ও ওষধি গাছের চারা বিনামূল্যে দলের পক্ষ থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হলো।

Read Previous

সকলকে সচেতন থেকে স্বাস্থ্যবিধি মেনেই করোনা ভাইরাস মোকাবেলা করতে হবে- কংজরী চৌধুরী

Read Next

খাগড়াছড়ির দূর্গম লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ