মানিকছড়িতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদেও মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ

স্টাফ রিপোটার ঃ- মানিকছড়ি উপজেলায় ২০১৯- ২০ খরিফ-১ মৌসুমে প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ করা হয়েছে। ২৩ এপ্রিল সকাল ১০টায় মানিকছড়ি কৃষি অফিস প্রশিক্ষণ কক্ষে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ শেখ ফরিদ উদ্দিনের সঞ্চালনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদ ইকবাল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শফর উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহকারী প্রকল্প পরিচালক মদন চাকমা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রাকেশ বিশ্বাস , উপজেলা কৃষকলীগের সভাপতি মো. শাহ আলমসহ জনপ্রতিনিধি ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষকগণ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম মজুমদার। এসময় উপজেলা বিভিন্ন এলাকা থেকে আগত কৃষকদের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ করেন। প্রত্যেক কৃষককে ৫ কেজি আউশ ধানের বীজ, ডিএপি ১৫ কেজি, ১০ এমওপি সার প্রদান করা হয়।

Read Previous

মানিকছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

Read Next

কোটি টাকা ঘুষ বাণিজ্য: খাগড়াছড়িতে ৮১ গুচ্ছগ্রাম প্রকল্প চেয়ারম্যানের নাম প্রস্তাব