মানিকছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

স্টাফ রিপোটার :- ‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় মানিকছড়ি উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বাস্তবায়নে ২৩ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নোমান মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদ ইকবাল(অ:দ:)। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেলা আক্তার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউল আলম চৌধুরী, মানিকছড়ি থানার ওসি(তদন্ত) মো. মাসুক করিম সিকদার, উপজেলা সমাজসেবা ফিল্ড অফিসার আব্দুল মান্নান পাটোয়ারী, ব্র্যাকের স্বাস্থ্য কর্মকর্তা মিলন কান্তি ঘোষ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. সমসের আলী প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন, হাসপাতালে কর্মরত ডাক্তার, নার্স,কর্মচারী, সাংবাদিকসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
এসময় বক্তরা বলেন, আমাদের বেচেঁ থাকার জন্য খাদ্যের প্রয়োজন। তাছাড়া আমরা যে খাবার খাচ্ছি সে খাবারের গুনগত মান ঠিক রয়েছে কিনা তাও জানা জরুরী। শুধু যেমন তেমন খাদ্য খেলেই হবে না পুষ্টি সম্মত খাবার ক্ষেতে হবে। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। এ ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষে শিশুকে অবশ্যই পুষ্টিকর খাবার দিতে হবে। এসময় ভেজাল খাবার থেকে দূরে থেকে পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়ার তাগীদ দেন বক্তরা। তারা আরও বলেন, শুধু খাবার খেলেই হবেনা খাবারের পুষ্টি গুনাগুন সঠিক রয়েছে এমন খাবারই আমাদের গ্রহণ করা উচিত।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post