মানিকছড়িতে বাল্য বিবাহে বরের ৭ দিনের জেল

স্টাফ রিপোটারঃ- খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় বাঞ্চারাম পাড়ার আবুল কাশেমের মেয়ে ডাইনছড়ি দাখিল মাদ্রাসার ৯ম শ্রেনীর ছাত্রী সালমা আক্তারের পিতা আবুল কাশেম কে এক হাজার টাকা ও বরের পিতা তাজুল ইসলামকে পাচঁ হাজার টাকা জরিমানা এবং বর মো. আকতার হোসেন কে ৭ দিনের জেল দিয়েছেন মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ।

জানাযায় মেয়ে ও ছেলের বয়স কম হওয়াতে স্থানীয় কাজী বিবাহ রেজিষ্টার করিতে পারিবেনা জানালে বর পক্ষ ও কণে পক্ষ খাগড়াছড়ি জেলায় জজ কোট গিয়ে ১৫ জুন মহিউদ্দিন কবির এডভোকেট মারফৎ হলফনামা করে বিবাহের কাজ সম্পন্ন করেছেন বলে জানান উভয় পক্ষের অভিবাবক। আজ ১৫ আগষ্ট আনুষ্ঠানিক বিবাহের কাজ শুরু হলে গোপন সংবাদের ভিত্তিতে মো: কামরুল আলম, মানিকছড়ি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সঙ্গীং পুলিশ নিয়ে বর কণেকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করেন। উভয়ের বক্তব্য শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না মাহমুদ ভ্রাম্যমান আদালতে বর আকতার হোসেনকে ৭ দিন জেল ও বরের পিতা তাজুল ইসলামকে পাচঁ হাজার টাকা কণের পিতাকে এক হাজার টাকা জরিমানা করে বরকে জেলে পাঠান।

Read Previous

বিনম্র শ্রদ্ধা,ভালবাসা ও যথাযথ মর্যাদায় লংগদুতে জাতীয় শোক দিবস পালিত

Read Next

খাগড়াছড়িতে নানা আয়োজনে বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালন