মানিকছড়িতে রাধা মদন গোপাল সেবাশ্রমে অষ্ট প্রহরব্যাপী মহোৎসব শুরু

মিন্টু মারমা: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় গচ্ছাবিল সনাতন সমাজের উদ্যোগে শ্রীশ্রী রাধাদাম গোপাল সেবাশ্রমের প্রতিষ্ঠাতা মঠাধ্যক্ষ গুরুদেব মদনগোপাল গোস্বামী মহারাজীর স্মরণোৎসব উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব শুরু হয়েছে।

জানা গেছে, ৫-৭ ফেব্রুয়ারী মঙ্গল, বুধ, বৃহস্পতিবার তিনদিন ব্যাপী মহোৎসব অনুষ্ঠিত হবে।

৫ ফেব্রুয়ারী মঙ্গলচরণ,শঙধ্বনী,বাল্যভোগ,ভোগরাগ,আরতি,মহাপ্রসাদ বিতরণ,গৌর আরতি,তুলসী আরতি,শ্রীশ্রী মহানামযজ্ঞের শুভ অধিবাস মধ্যে দিয়ে শুরু তিন দিনব্যাপী অনুষ্ঠান হয়েছে। তাই গচ্ছাবিল শ্রীশ্রী রাধামদন গোপাল সেবাশ্রমের সভাপতি ও সনাতন সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সজল বরণ সেন ধর্মবর্ণ নির্বিশেষে সকলের আমন্ত্রন জানিয়ে উক্ত অনুষ্ঠানকে সুন্দর সার্থক ও সাফল্য গড়ে তুলার আহ্বান জানিয়েছেন ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post