মানিকছড়িতে শুদ্ধ সুরে জাতীয় সংগীত প্রতিযোগীতা

মানিকছড়ি প্রতিনিধি: মানিকছড়ি উপজেলা পর্যায়ে শুদ্ধ সুরে জাতীয় সংগীত প্রতিযোগীতা-অনুষ্ঠিত হয়েছে।

১০ ফেব্রুয়ারী উপজেলা টাউন হলে উপজেলার ৪টি ইউনিয়নের প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে বিজয়ীদের উপজেলা পর্যায়ের প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় প্রাথমিক পর্যায়ে রাজবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক পর্যায়ে রানী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ পর্যায়ে গিরি মৈত্রী সরকারি ডিগ্রী কলেজ প্রথম স্থান হওয়ার গৌরব অর্জন করেন।

উপজেলার প্রাথমিক পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী রাজবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৮ ফেব্রুয়ারী ও মাধ্যমিক পর্যায়ে রানী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় এবং কলেজ পর্যায়ে গিরি মৈত্রী সরকারি ডিগ্রী কলেজ আগামী ১৯ ফেব্রুয়ারী জেলা পর্যায়ের প্রতিযোগীতায় অংশগ্রহণ করবেন।

উক্ত প্রতিযোগীতায় উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সূচয়ন চৌধুরী, তিনটহরী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা কান্তা বড়ুয়া, শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক টিটু বড়ুয়া প্রমূখ উপস্থিত ছিলেন।

Read Previous

কারিতাসের উদ্যোগে মাটিরাঙ্গায় শিক্ষা উপকরণ বিতরণ

Read Next

মাইজভাণ্ডারী মানবতাবাদী দর্শন প্রচারে আজীবন উৎসর্গীত ছিলেন সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানী (ক.)