মানিকছড়িতে স্থানীয় সরকার-জাইকা’র অর্থায়নে শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র বিতরণ

আবদুল মান্নান,মানিকছড়ি: উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় মানিকছড়িতে অবকাঠামো উন্নয়ন উপ-প্রকল্পের অধীনে মানিকছড়ি উপজেলার আটটি মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসায় আসবাবপত্র বিতরণ করা হয়েছে।

জানা গেছে, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় মানিকছড়িতে অবকাঠামো উন্নয়ন উপ-প্রকল্পের অধীনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আসবাবপত্র বিতরণের অংশ হিসেবে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারনেশনাল কো-অপারেশন(জাইকা) এ অর্থায়নে আটটি স্কুল ও মাদরাসায় ১৪২ জোড়া (লো ও হাই বেঞ্চ) আসবাবপত্র বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ।

অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান ডলি চৌধুরাণী, অফিসার ইনচার্জ আমির হোসেন,উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আবদুল খালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. লিয়াকত আলী, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর সাথোয়াইঅং মারমা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান।

Read Previous

আপডেট: ফটিকছড়িতে উদ্ধার হওয়া লাশ মর্গে প্রেরণ

Read Next

খাগড়াছড়িতে ‘নিজের বলার মতো একটাগল্প ফাউন্ডেশন’র হাজার তম দিন উদযাপন