মানিকছড়ির তিনটহরী উচ্চ বিদ্যালয়ে জেএসসি’র নতুন কেন্দ্র অনুমোদন

আবদুল মান্নান: ২০১৯ সালে অনুষ্ঠেয় জুনিয়র স্কুল সার্টিফিকেট(জেএসসি) পরীক্ষায় মানিকছড়ি উপজেলায় তিনটহরী উচ্চ বিদ্যালয় নতুন কেন্দ্র হিসেবে অনুমোদন লাভ করেছে।

চট্টগ্রাম শিক্ষাবোর্ড ও স্কুল সূত্রে জানা গেছে, চট্টগ্রাম শিক্ষার্বোডের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট(জেএসসি) পরীক্ষায় মানিকছড়িতে একমাত্র সরকারি উচ্চ বিদ্যালয়ে কেন্দ্র হওয়ায় বিগত কয়েক বছর একাধিক ভেন্যু স্থাপন কওে পরীক্ষা নিতে হয়েছে। এতে করে ওইসব প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা দীর্ঘ এক-দেড় মাস শ্রেণি কার্যক্রম থেকে বঞ্চিত থাকতে হতো। ফলে উপজেলায় জেএসসি’র একাধিক কেন্দ্র স্থাপনের বিষয়টি আমলে সম্প্রতি উপজেলা প্রশাসন আরেকটি জেএসসি কেন্দ্র স্থাপনে উপজেলার ঐতিহ্যবাহী তিনটহরী উচ্চ বিদ্যালয়ের নাম প্রস্তাব করে চট্টগ্রামে বোর্ডে প্রেরণ করলে গত ৭ আগস্ট শিক্ষাবোর্ডের অনুষ্টিত সভায় অনুমোদনক্রমে খাগড়াছড়ির মানিকছড়িতে জেএসসি’র কেন্দ্র-২ হিসেবে তিনটহরী উচ্চ বিদ্যালয়, কেন্দ্র নং ৩৭২সহ বোর্ডের অধীনে আরো ৭টি নতুন কেন্দ্র অনুমোদন লাভ করেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে তিনটহরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আতিউল ইসলাম বলেন, উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিবছর শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। ফলে উপজেলার একমাত্র কেন্দ্র রাণী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয়ে আসন সংকটে ভেন্যু সৃষ্টি করতে হতো। এতে করে ভেন্যুতে পরীক্ষার্থীদের খাতা,প্রশ্নপত্র আনা-নেওয়ায় ভোগান্তিতে পড়তে হতো। যার কারণে তিনটহরী উচ্চ বিদ্যালয়,বড়ডলু উচ্চ বিদ্যালয় ও যোগ্যাছোলা উচ্চ বিদ্যালেয়র শিক্ষার্থীসহ আসন্ন জেএসসি পরীক্ষায় নতুন কেন্দ্রে পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে অনুমোদন পাওয়া কেন্দ্র তিনটহরী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীরা পুরাতন কেন্দ্রে এবং রাণী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীরা নতুন কেন্দ্রে অল-টারনেট করে পরীক্ষা দিতে হবে।

Read Previous

গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল একেএম সাজেদুল ইসলামের বিদায়ী সংবর্ধনা

Read Next

খাগড়াছড়িতে মাদকবিরোধী আলোচনা সভা