মা ইলিশ সংরক্ষণে সচেতনতামূলক সভা রামগড়ে

রামগড় প্রতিনিধি: ১৪ অক্টোবর থেকে ৪নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সরকার ইলিশ মাছ আহরণ, মজুদ, বাজারজাত, পরিবহন, ক্রয়-বিক্রয়, বিনিময়, নিষিদ্ধ করেছেন। এ উপলক্ষে  রামগড় উপজেলা মৎস্য অধিদপ্তরের  আয়োজনে মা ইলিশ সংরক্ষণ অভিযান ও সচেতনতামূলক সভা  অনুষ্ঠিত হয়।

১৫ অক্টোবর বৃহঃবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা টাউন হলে উপজেলা মৎস্য সম্পসারণ কর্মকর্তা অঞ্জন কুমার দাস এর সঞ্চালনায় মৎস্য অফিসার বিজয় কুমার দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন সহকারী কমিশনার( ভূমি) ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট  সজীব কান্তি রুদ্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় থানার অফিসার ইনচার্জ মোঃ সামসুজ্জামান প্রমুখ। উপস্থিত ছিলেন মৎস্য জীবি ও মৎস্য ব্যবসায়ীসহ গণ্যমান্য ব্যক্তিগণ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post