মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় এস আলম পরিবহনের ২ যাত্রী নিহত, হতাহত বাড়তে পারে

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাট রেল ক্রসিং এলাকায় বিজয় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এস আলম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ২ যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

২ সেপ্টেম্বর রোববার  ভোর ৪টায় ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে এস আলম পরিবহনের ওই যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। দুর্ঘটনা ঘটা রেললাইনটিতে রেল চলাচল বন্ধ রয়েছে। নিহত একজন এর নাম সুনির্মল চাকমা বলে জানা গেছে। তিনি খাগড়াছড়ির জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী বলে জানা গেছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে প্রত্যক্ষদর্শিরা জানিয়েছেন।

মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোক্তার হোসেন সাংবাদিকদের   এ খবর নিশ্চিত করেছেন।

Read Previous

পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি নারী ধর্ষক-হত্যাকারি মানেই বাঙালি!

Read Next

মিরসরাই ট্রেন ‍দুর্ঘটনা: গেইটম্যান ঘুমে ছিলেন