রাঙ্গুনিয়ায় বন্য হাতির আক্রমনে নিহত ২

শান্তি রঞ্জন চাকমা, রাঙ্গুনিয়া: রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ঘনিয়াখোলায় রোববার বিকালে হাতির আক্রমন ও জঙ্গল সরফভাটায় বিদ্যুৎ ফাঁদে পড়ে দু’জন শ্রমিকের মৃত্যু হয়েছে। পৃথক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, উপজেলার কোদালা ও রাইখালী ইউনিয়নের ঘনিয়াখোলা এলাকায় পাহাড়ের বাগানে কাজ করার সময় একদল বন্য হাতি শ্রমিকদের আক্রমন চালায়। হাতির তাড়া খেয়ে ৫/৬ জন শ্রমিক কোনমতে প্রাণে রক্ষা পেলেও দ্বীন মোহাম্মদ (৬০) নামের এক বৃদ্ধকে পায়ে পিষ্ট করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

গত কয়েকদিন যাবত সরফভাটায় বন্য হাতির উৎপাত বৃদ্ধি পেয়েছে। বন্য হাতির কবল থেকে রক্ষা পেতে স্থানীয়রা বিদ্যুতের তার দিয়ে নির্দিষ্ট এলাকায় ঘেরাও করে রাখে। শনিবার রাতে সরফভাটা ইউনিয়নের জঙ্গল সরফভাটা মাতব্বর বাড়ির এলাকায় হাতির জন্য রাখা বিদ্যুৎ ফাঁদে পড়ে মো. সাইফুল ইসলাম (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post