রাঙ্গুনিয়া পৌরসভার ২১ কোটি ৫০ লাখ টাকার বাজেট ঘোষণা

শান্তি রঞ্জন চাকমা,রাঙ্গুনিয়া: রাঙ্গুনিয়া পৌরসভার ২০১৯-২০২০ সনের ২১ কোটি ৫০ লাখ ৮৮ হাজার ৯৯০ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। গতকাল রোববার পৌরসভা মিলনায়তনে পৌরসভা মেয়র আলহাজ¦ মো. শাহজাহান সিকদার বাজেট পেশ করেন।

২০১৯-২০২০ সনের রাজস্ব আয় ধরা হয়েছে ২, ৫১, ৬০,০০০ টাকা, রাজস্ব ব্যয় ২,০৭,৮৫,০০০ টাকা এবং রাজস্ব সমাপনী স্থিতি ৪৩,৭৫,০০০ টাকা ও সরকার হতে উন্নয়ন তহবিল আয় ১৬,২৫,৪০,৭৩১ টাকা, উন্নয়ন তহবিল হতে সরকারী মঞ্জুরী বাবদ ব্যয় ১৭,১১,৫০,০০০ টাকা ধরে মোট আয় ২১,৫০,৮৮,৯৯০ টাকা, সর্বমোট ব্যয় ১৯,১৯,৩৫,০০০ টাকা এবং সমাপনী স্থিতি ২,৩১,৫৩,৯৯০ টাকা।

বাজেট পেশকালে পৌরসভা মেয়র আলহাজ¦ মো. শাহজাহান সিকদার পৌরবাসীর কাছে কর ট্যাক্স পরিশোধ করার আহবান জানিয়ে বলেন, আধুনিক নগরায়ন গড়ার লক্ষ্যে রাঙ্গুনিয়া পৌরসভা এলাকায় গত সাড়ে ৩ বছরে ১৫ কোটি টাকার বিশেষ বরাদ্দ পাওয়া গেছে। ৭ কোটি ২৩ লক্ষ টাকা ব্যয়ে পৌর অডিটরিয়াম নির্মাণ প্রকল্পের কাজ শতকরা ৮০% কাজ সমাপ্ত হয়েছে।

সৌর বিদ্যুৎতায়ন, পৌর পুলিশ, ডাস্টবিন নির্মাণ, রোড রোলার ও গার্ভেজ ট্টাক, স্বাস্থ্য সম্মত টয়লেট ব্যবহার, বৃক্ষরোপন কর্মসূচী, আধুনিক কসাইখানা নির্মাণ, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প, মাষ্টার প্ল্যান, পৌর অডিটরিয়াম নির্মাণ, কম্পিউটারাইজড পৌরকর প্রস্তুত ও সরবরাহ করন, বিশ্ব ব্যাংক প্রকল্প, অবকাঠামো উন্নয়ন ২০১৯-২০২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়।
বাজেট অধিবেশনে বক্তব্য রাখেন পৌরসভা সচিব মোহাম্মদ আল হেলাল, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, রাজানগর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সামশুল আলম তালুকদার, কাউন্সিলর মোহাম্মদ সেলিম, কাউন্সিলর মো. জালাল উদ্দিন, কাউন্সিলর লোকমানুল হক তালুকদার, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ ইলিয়াছ, সাধারন সম্পাদক সাংবাদিক জিগারুল ইসলাম জিগার।

এসময় উপস্থিত ছিলেন পৌরসভা উপ-সহকারী প্রকৌশলী মো. শফিকুল আলম, পৌরসভা হিসাব রক্ষক আলী মো. এরশাদ, উপজেলা আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, কাউন্সিলর মো. নুরুল আবছার জসিম, কাউন্সিলর মো. সিরাজুল ইসলাম, কাউন্সিলর মো. আসাদুজ্জামান খাঁন, কাউন্সিলর তারেকুল ইসলাম চৌধুরী, কাউন্সিলর মো. এনাম উদ্দিন আইয়ুব, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জেসমিন আকতার, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ইয়াছমিন আকতার, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নূর জাহান বেগম, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. এনামুল হক, সাবেক ছাত্রনেতা ওবাইদুল হক প্রমুখ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post