রাঙ্গুনিয়া বন বিভাগের নার্সারীর ৭৫ হাজার চারা কেটে নিলো দুবৃর্ত্তরা

শান্তি রঞ্জন চাকমা, রাঙ্গুনিয়া: রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নে বনবিভাগের বনায়ন প্রকল্পের আওতায় নার্সারীর প্রায় ৭৫ হাজার চারা কর্তন করেছে দুবৃর্ত্তরা। সুখবিলাস বিট কর্মকর্তা মোহাম্মদ আশরাফ গতকাল মঙ্গলবার অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় মামলা করেন।

জানা যায়, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের খুরুশিয়া রেঞ্জের সুখবিলাস বিটের আওতাধীন ফলাহারিয়া সংরক্ষিত এলাকায় চলতি অর্থবছর বনায়ন সৃজন করার লক্ষ্যে গর্জন, জাম, জারুল সহ বিবিধ প্রায় ৯০ হাজার চারা নার্সারী করা হয়।

ইতিমধ্যে কিছু এলাকায় প্রায় ৩ হাজার চারা রোপন করে বন বিভাগ। গত ৭ জুন নার্সারী এলাকায় বনকর্মীরা গেলে দেখতে পান প্রায় চারা কে বা কারা কর্তন করে ফেলেছে।

সুখবিলাস বিট কর্মকর্তা জানান, চলতি অর্থবছর বনায়ন সৃজনকল্পে দীর্ঘমেয়াদী বিবিধ প্রজাতির প্রায় ১০ লক্ষ টাকার চারা গাছ নষ্ট করেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post