রামগড়ে অস্ত্রসহ ইউপিডিএফ’র কালেক্টর আটক

স্টাফ রিপোর্টার: মানিকছড়ি-রামগড় সীমান্তবর্তী এলাকার সিন্দুপাড়ায় নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে কংজ মারমা নামের এক ইউপিডিএফের টোল কালেক্টরকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। শুক্রবার (১৭ অক্টোবর) ভোরে তাকে আটক করা হয়। এসময় আটককৃতর কাছ থেকে একটি এলজি, ৪ রাউন্ড কার্তুজ, ৬টি মোবাইল সেট, চাঁদা আদায়ের ১৫টি রশিদ বই, চাঁদা আদায়ের স্টক রেজিষ্টার ও নগদ টাকা উদ্ধার করা হয়।

নিরাপত্তা বাহিনীর অভিযানে আটক কংজ মারমা প্রসীত বিকাশ খীসা সমর্থিত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের টোল কালেক্টরক।

পুলিশ ও নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, মানিকছড়ি- রামগড় সীমান্তে ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিত শনিবার (১৭ অক্টোবর) ভোরে বাটনাতলী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো: ওয়ালি উল্লাহর নেতৃত্বে অভিযানে চালায় নিরাপত্তা বাহিনী। আটকের পর সকাল সাড়ে ৯ টার দিকে মানিকছড়ি সাব জোনে অস্ত্র ও কার্তুজসহ আটক ইউপিডিএফের টোল কালেক্টরের বিস্তারিত পরিচয় তুলে ধরেন সেনা কর্মকর্তারা। পরে উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য সরঞ্জামসহ আটক কংজ মারমাকে রামগড় থানায় হস্তান্তর করা হয়েছে।

আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামছুজ্জামান

Read Previous

মাটিরাঙ্গায় ভারতীয় শাড়িসহ ২ ছাত্রলীগ নেতা আটক

Read Next

খাগড়াছড়িতে বাউল সাধক সম্রাট ফকির লালন শাহ্ স্মরণে আলোচনা সভা ও সংগিত পরিবেশন